কেশবপুরে মাইকেল মধুসূদন দত্ত-এঁর ১৫২ তম মৃত্যুবার্ষিকী পালিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, জেলা প্রতিনিধি , যশোর, দৈনিক সারা দুনিয়া।

কেশবপুরে যথাযত মর্জাদায় বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এঁর ১৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর উপজেলা শাখা, যশোরের পৃষ্ঠপোষকতায় এবং মধুসূদন একাডেমি সাগরদাঁড়ী, কেশবপুর, যশোরের আয়োজনে দিনভর ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ জুন-২৫) কেশবপুরের সাগরদাঁড়ী মধুসূদন একাডেমি মিউজিয়ামে মাইকেল মধুসূদন একাডেমির সভাপতি বিশিষ্ট কবি কাসেদুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে এবং মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ও কেশবপুর আবহমার-এর পরিচালক রিয়াজ লিটন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধুসূদন একাডেমির নির্বাহী পরিচালক ও কবি মধুসূদন গবেষক খসরু পারভেজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। মূখ্য আলোচক ছিলেন, খুলনা নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক, লেখক, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ ডঃ সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, ঝিকরগাছার রঘুনাথপুর কলেজর বাংলা বিভাগে অধ্যাপক হোসাইন নজরুল ইসলাম, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, সিংহা আদর্শ কলেজের অধ্যাপক সৈয়দ এমদাদুল হক, মাইকেল মধুসূদন একাডেমির উপদেষ্টা ও সাগরদাঁড়ি কারিগরী কলেজের প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক চিত্রশিল্পী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান প্রমূখ। মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে কবিতা ও মধু সঙ্গীত পরিবেশ করেন, মূখ্য আলোচক ড. সন্দীপক মল্লিক, কবি মকবুল মাফুজ, কবি নজরুল ইসলাম, কবি কাসেদুজ্জামান, অধ্যাপক হোসাইন নজরুল হক, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি নজরুল ইসলাম, শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ, অলোক বসু বাপ্পী, সংগঠক ও কবি মাসুদা বেগম বিউটি, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আবু হাসান সরদার, কবি আবু হাসান, পার্থসারথী সরকার, পিযুষ কান্তি দে, আব্দুর রশিদ খোকন, কবি ও চিত্রশিল্পী মলয় বিশ্বাস, পাঁজিয়া বিপ্রতীপ সংগঠনের সভাপতি নয়ন বিশ্বাস, কবি হাদিউজ্জামান, মনোরঞ্জন দাস, মুফতি তাহেরুজ্জামান, কনক রায়, কবি মকবুল মাহফুজ, কবি কাসেম সেলিম, সমবেত কণ্ঠে মধু সঙ্গীত পরিবেশন করেন, মধুসূদন একাডেম প্রমূখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)