পরেশ দেবনাথ, জেলা প্রতিনিধি, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে দুই মুরগীর খামারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে মুরগির খামার স্থাপন না করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে ওই অর্থদণ্ড করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর-২৫) উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স ব্যতীত ঘনবসতিপূর্ণ এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে মুরগির খামার স্থাপন করার অপরাধে বগা গ্রামের মোঃ রাজু আহমেদকে এবং আল ইমরানকে পশু রোগ আইন, ২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করা হয়। ইতোপূর্বে মোঃ রাজু আহমেদকে লিখিতভাবে নিষেধ করা হলেও তিনি নিষেধ অমান্য করে উক্ত জায়গায় মুরগির খামার স্থাপন করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব অলোকেশ কুমার সরকার এবং থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
