মো: আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া ও, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপি’র সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মানিকগঞ্জ জেলা বি,এন,পির,আহবায়ক আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় জাতীয়তাবাদী দল (বিএনপি) সাটুরিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো: আবুল বাসার সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ শামসুল হক শামীম ।
বি,এন,পি’র তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের সদস্যদের নবায়নের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ফরম বিতরণ করা হয়।
এ সময় বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে (২০) বিশ টাকা তহবিলে জমা দিয়ে সদস্য নবায়ন ফরম সদস্যরা গ্রহন করেন।