সাগরদাঁড়ি মধু পল্লীর প্রবেশপথ ছিলো প্রায় ডাস্টবিনে পরিণত/অবশেষে পরিষ্কার!

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত মধু পল্লীতে প্রবেশের মূল রাস্তাটির একপাশে নিয়মিত পলিথিন, কাগজ, খালি বোতলসহ নানা ধরনের আবর্জনা ফেলার কারণে এলাকাটি প্রায় ডাস্টবিনে পরিণত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। স্থানীয় বাসিন্দারা এবং দেশি-বিদেশি পর্যটকরা ভোগান্তিতে পড়েছিলেন।

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নিউজ প্রকাশের পর বৃহস্পতিবার (৩১ জুলাই-২৫) সকালে মধু পল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান তাঁর নিজ উদ্যোগে প্রবেশপথের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করিয়েছেন। তার এই মহতি উদ্যোগে এলাকাটির পরিবেশ পরিচ্ছন্ন ও মনোরম হয়েছে।

মধু পল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, “অনেকদিন ধরে আমি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেছি। নিউজ প্রকাশের পর নিজের উদ্যোগে কাজটি সম্পন্ন করতে পেরে আমি খুব খুশি। আশা করি, স্থানীয়রা এই উদ্যোগকে সমর্থন দিয়ে পরিচ্ছন্নতা রক্ষা করবেন।“

স্থানীয়রা কাস্টডিয়ান হাসানুজ্জামানের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে মধু পল্লির অপরূপ সৌন্দর্য অটুট রাখতে স্থানীয় ব্যবসায়ীরা উর্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুত একটি স্থায়ী ডাস্টবিন স্থাপনের দাবী জানিয়েছেন।


Post a Comment

0Comments
Post a Comment (0)