কথা সাহিত্যিক মনোজ বসুর ১২৪ তম জন্মদিন উদযাপন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে ‘বিপ্রতীপ’এর আয়োজনে কালজয়ী সু-সাহিত্যিক মনোজ বসু’র ১২৪ তম জন্মদিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই-২৫) সন্ধ্যায় কেশবপুরের পাঁজিয়া বাজারের বিপ্রতীপ কার্যালযে আলোচনা ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে মনোজ বসুর জন্মদিন উদযাপন করা হয।

পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য ও মনোজ বসুর কবিতা আবৃতি করেন সংগঠনের পরিচালক কবি নয়ন বিশ্বাস। সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান জয়-এর সঞ্চালনায মনোজ বসুর জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি নজরুল ইসলাম খান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, পাঁজিযা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি সুব্রত বসু, প্রাবন্ধিক, লেখক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক তাপস মজুমদার, ইউপি সদস্য বৈদ্যনাথ, সংগঠনের আজীবন সদস্য, পাঁজিয়া আবহমান-এর পরিচালক ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন, উন্নযন কর্মী মাহামুদুল হাসান, শিল্পী সত্যজিৎ প্রমুখ।

উল্লেখ্য, বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক মনোজ বসু ইং ১৯০১ সালে ২৫ জুলাই যশোর জেলাধীন পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ইং ১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)