পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুর চারুপীঠ একাডেমির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২ আগস্সট-২৫) সকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ওই গাছের চারা বিতরণ করা হয়।
মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম-এর সভাপতিত্বে সংস্থার কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ করেন, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চারুপীঠ একাডেমির অভিভাবক সদস্য শিক্ষক উজ্জ্বল কুন্ডু ও আমরা সাজাব কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু। প্রতিবন্ধীদেরকে কাঁঠাল, বরই ও পেয়ারা গাছের চারা দেওয়া হয়। প্রতিবন্ধীরা ফলদ গাছের চারা পেয়ে খুশি প্রকাশ এবং দানকারী চারুপীঠ প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করেন।
উল্লেখ্য, চারুপীঠ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনে অনেক প্রকার ফলদ গাছের চারা বিতরণ করে থাকে।