মো: আবুবকর সিদ্দিক, মানিকগঞ্জ সাটুরিয়য়া , দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালুশাহ মাজার দরবার মাঠে সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মাসুদ রাসেল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল।
সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মহসীন উজ্জামান। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো: আরিফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম,আর,গনি (মোস্তফা) এবং সহ তথ্য বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড মো: জিন্নাহ খান, সদস্য সচিব এ্যাড মো: রকিবুল রহমান রাকিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম হোসেন টুয়েল।
এ অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও উপজেলা সেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভায় নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীর্ষকে বিজয় করার উদ্দেশ্যে সকল নেতা কর্মীকে একত্রে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থাকার এবং সংগঠনের শক্তি বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।