পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুন সমাজ সেবক মঞ্জুরুল আলম পলাশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে তিনি সর্ব দলীয় নেতা-কর্মীসহ সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
জানাগেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার হাসানপুর বাজার পরিচালনা কমিটিতে ৩ বার নির্বাচিত সফল সভাপতি, তরুন সমাজ সেবক মঞ্জুরুল আলম পলাশ সকল ভোটারদের দোয়া ও সমর্থন পেতে গণসংযোগ শুরু করেন। তিনি সকলের দোয়া ও সমর্থন নিয়ে হাসানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য শক্তিশালী ভূমিকা রেখে চলেছেন। বয়সে তরুন থাকায় যুবসমাজ তার প্রতি ঝুঁকে পড়েছে বলে তিনি দাবি করেন।
একান্ত সাক্ষাতকালে মঞ্জুরুল আলম পলাশ বলেন, গণতান্ত্রিক পন্থায় কেশবপুরের হাসানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা চেয়ারম্যান পদে তাকে নির্বাচিত করলে তিনি আইন শৃঙ্খলার উন্নয়ন করার পাশাপাশি ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য কাজ করবেন। সর্বপরি তিনি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ইউনিয়নের সকল বাজারে ড্রেনেজ ব্যস্থার উন্নয়নসহ ইউনিয়নের সকল বাজার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন। তিনি এমনটি বলেছেন, ইউনিয়নবাসীর সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
হাসানপুর বাজারের ব্যবসায়ী মফিজুর রহমান বলেন, মঞ্জুরুল আলম পলাশ একজন বিশিষ্ট সমাজ সেবক। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে হাসানপুর বাজার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তিনি হাসানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করলে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তাকে ভোটে দিবেন বলে আমরা আশাবাদী।