পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অমলেন্দু দাস অপু-এর নেতৃত্বে যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের সুড়িঘাটা ও বগা বাজারে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর-২৫) সন্ধ্যা থেকে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে তিনি টিটাবাজিতপুর এলাকার বিএনপি নেতা আশরাফ আলীর অসুস্থতার খবর শুনে তাকে দেখতে যান ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা বাজারে গণসংযোগ করেন। তিনি শুড়িঘাটা বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি নজরুল ইসলামসহ অনেকে।