সাটুরিয়ায় মোবাইলে প্রেম,ঘর ছাড়লেন তরুণী,থানা পুলিশের হস্তক্ষেপে অবশেষে উদ্ধার।

স্টাফ রিপোর্টার
0

 


মানিকগঞ্জ সাটুরিয়া থেকে, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে প্রেমের টানে পালিয়ে যাওয়ার পর পুলিশি হস্তক্ষেপে তরুনী ফিরে এলেন পরিবারের কাছে।

 তথ্য অনুসন্ধানে জানা যায় চার মাস আগে হরগজ খাশের চর এলাকার সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬) কে তার পরিবার একটি মোবাইল কিনে দেয়। কয়েক দিন পর তরুনী সুমাইয়া সেই মোবাইলে পাবনা জেলার সাকিলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর কিছুদিন পর কাউকে কিছু না বলে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে পাবনা চলে যায়।

 একদিন পর সুমাইয়া তার পরিবার কে মোবাইল ফোনে সব জানিয়ে দেয়। ভালবাসার টানে প্রেমিকের হাত ধরে চলে এসে সুখে শান্তিতে আছে এবং প্রেমিকের সাথে বসবাস করছে। তাদের কে খুঁজতে নিষেধ করে।

এ বিষয়ে তরুণীর বাবা মেয়ে সুমাইয়াকে ফিরে পেতে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দ্রুত মেয়ের সন্ধান না পেয়ে সাটুরিয়া ডাকবাংলোতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তার ধারাবাহিকতায় সাটুরিয়া থানা পুলিশ শনিবার রাতে নাটোর থেকে সুমাইয়াকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

উদ্ধার হওয়া সুমাইয়া জানান মোবাইলের মাধ্যমে পাবনার সাকিলের সাথে তার সম্পর্ক হয়। সে নিজ ইচ্ছাই তার হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে। সেখানে সে ভালোই ছিল।

 সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনটি বন্ধ থাকায় আমাদের খুঁজে পেতে দেরী হয়। তরুনী পালিয়ে যাওয়া পর তার বাবা মাকে ফোন করে জানায় আমার খোঁজ নিও না আমি ভাল আছি। তারপর থেকে ফোন বন্ধ। তরুনীর পরিবারের পক্ষ থেকে তদন্ত কাজে পরিপূর্ণ সহযোগিতা করেনি। সহযোগিতা করলে অনেক আগে মেয়েকে উদ্ধার করা সম্ভব হতো। এ বিষয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)