কেশবপুরে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর “মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)” প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে যশোর জেলার কেশবপুর উপজেলায় অনুষ্ঠিত হলো “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫”। অনুষ্ঠানে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি বুধবার (৩০ জুলাই-২৫) কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ওয়াইপিএজি কেশবপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হায়দার আলী এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওয়াইপিএজির সদস্য এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন, পিএফজি সমন্বয়কারী মোঃ মুনছুর আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, পিএফজি সদস্য প্রভাত কুমার কুন্ডু, ওয়াইপিএজি সদস্য রাজিয়া সুলতানা, নবম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা দেবনাথ ও পুজা দেবনাথ।

পুরো আয়োজনটি সমন্বয় করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর রিজিওনের মাঠ সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান ও ওয়াইপিএজির সদস্যবৃন্দ।

কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সম্প্রীতি ও সাধারণ জ্ঞানের ৩০টি প্রশ্নে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরা তিনজনসহ মোট সাতজন বিজয়ীর নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির গুরুত্ব নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে। তারা বলেন, সমাজে হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি এড়িয়ে সকলে মিলে সহনশীল সমাজ গড়ার আহ্বান জানায় তারা।

অনুষ্ঠানের শেষাংশে “আজকের তরুণরাই আগামীর সম্প্রীতি রক্ষার নেতৃত্ব দিবে” এই শ্লোগানে একটি অঙ্গীকারের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)