মো: আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া -মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় আদর্শ জাতি গঠনে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বুধবার সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ, মোঃ শাহিনুল ইসলাম, সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে একটি প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন। তিনি ছাত্রীরা কিভাবে আদর্শবান হয়ে উঠতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা হচ্ছে জীবন গঠনের মূল ভিত্তি। আমাদের সকলকে নিজেদেরকেতে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।“ গুরুজনদের মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “আমাদের বাবা-মা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত, কারণ তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং জীবন পরিচালনার দিক-নির্দেশনা পাই।“
আইনশৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে তিনি বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে আইন মেনে চলতে হবে এবং সমাজের আইনশৃঙ্খলা রক্ষা করতে সহায়তা করতে হবে। সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে সমাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা।“
সবশেষে, তিনি সকলকে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি।“
এভাবে তিনি বক্তব্যের মাধ্যমে ছাত্রীদের একটি ইতিবাচক ও পরিপূর্ণ জীবন গঠনের জন্য অনুপ্রাণিত করেন।