কেশবপুরের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


"শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার বহ্ম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট-২৫) কাটাখালী মাধ্যমিক বিদয়ালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রিজাউল করিম-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার বহ্ম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ০৮ নং সুফলাকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক মানস কুমার হালদার, অরবিন্দ মন্ডল, মিহির কান্তি মডল, ইউপি সদস্য অসীম বিশ্বাস প্রমূখ। প্রধান অতিথিসহ বক্তরা শিক্ষার্থীদের পড়াশুনা মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থীরা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা জানাই। অভিভাবক মন্ডলীসহ উপস্থিত শিক্ষার্থীরা বিদ্যালয়ের নতুন ভবনসহ মাঠ ভরাটের জোর দাবি রাখেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)