পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া ।
কেশবপুর বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট-২৮) পৌর শহরের মধ্যকুল নাথপাড়া মন্দির এলাকায় স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর, দলিত ল্যাবরেটরীজের ব্যবস্থাপক প্রভাস কুমার দাস, দলিতের প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস ও চিন্তা দাস, হিসাব রক্ষক সাধন কুমার দাস প্রমুখ ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অত্র এলাকার ১১২ জন রোগীকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। রোগীরা দোরগোড়ায় বিনামূল্যে সেবা পেয়ে খুশি হয়ছেন।