তরুণ প্রজন্মের বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ - আবুল হোসেন আজাদ

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন, গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই। অনেকে অনেক কথা বলছে নির্বাচন হবে না, দেরি হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।

বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে এক নম্বর অধিকার ছিল ভোটের অধিকার যেন ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য।

রোববার (২১ সেপ্টেম্বর-২৫) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির জনপ্রিয় এ নেতা আরো বলেন, ৩১ দফা বাস্তবায়নে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। একে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা গেলে এসব মোকাবিলা সম্ভব।’ আস্থা অর্জনে বিএনপি নেতা কর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে। তরুণ প্রজন্মের বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলকোট ইউনিয়নের মাগুর খালি বাজার, বংশীর বটতলা বাজার, নিছারের মোড়, কর্ন্দোপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ ওই ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

0Comments
Post a Comment (0)