মো: আবুবকর সিদ্দিক , মানিকগঞ্জ সাটুরিয়া, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে মৃত শেখ বান্দুর ছেলে সামছুল হক (৭৫) কে ধরতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে ৩ এএসআই। সামছুল হকের বিরুদ্ধে ধামরাই থানার সি আর মামলা রয়েছে সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তিনি। অবরুদ্ধ হয়ে পরা ৩ এএসআই থানা পুলিশের সহযোগিতা চান, পরে অতিরিক্ত পুলিশ দিয়ে তাদের উদ্ধার করা হয়।
তথ্য অনুসন্ধানে জানা যায় গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়া থানার তিন সহকারী উপ পরিদর্শক , মো: কুতুব উদ্দিন, মো: হাফিজুর রহমান, মো: রিয়াজুল ইসলাম, গর্জনা গ্রামে সামসুল হকের বাড়ী যায়। সামসুল হকের নামে ঢাকা জেলা আদালত কর্তৃক ওয়ারেন্ট জারির কথা বলায় তার জামিনের রিকল দেখানোর কথা বলে। সামসুল হক ও তার পরিবার লোকজন নিজেদের বসত ঘরে সহকারী পরিদর্শকদের নিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দেয়।
পুর্ব পরিকল্পনা অনুযায়ী পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে, বেঁধে মারধরের প্রক্রিয়া করে। উদ্ভূত পরিস্থিতে পুলিশ সদস্যগন ঘটনাটি সাটুরিয়া থানায় বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজন এএসআই কে উদ্ধার করে।
এ বিষয়ে সাটুরিয়া থানার এ এস আই মো: হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ সামছুল হক ও তার পুত্র মো: আমিরুল হক কে গ্রেফতার করে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনা খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের উদ্ধার করেন এবং
সামসুল হক ও তার ছেলে আমিরুল কে গ্রেফতার করা হয়। এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।