কেশবপুরে ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী আসমা বাঁচতে চায়-সহায্যের আবেদন।

স্টাফ রিপোর্টার
0


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী আসমা খাতুন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গলায় ক্যান্সার ধরা পড়েছে এই কলেজ পড়ুয়া মেয়েটির। একসময় পড়াশোনা ও খেলাধুলায় অসংখ্য মেডেল জেতা কলেজ পড়ুয়া মেয়ে আসমা এখন হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর মাঝে দিন কাটাচ্ছে। তার আকুতি, "সে বাঁচতে চায়।"

আসমার পিতা আকরাম সরদার একজন দিনমজুর। অন্যের জমিতে কাজ করে কোনোরকমে সংসার চালান তিনি। সম্প্রতি আসমার গলায় ক্যান্সার ধরা পড়েছে। পরীক্ষানিরীক্ষার পর ডাক্তার বলেছেন, কেমোথেরাপি দিতে হবে। তার পক্ষে আসমার চিকিৎসার বিপুল ব্যয়-বিশেষ করে বারো দফা কেমোথেরাপির খরচ জোগাড় করা একেবারেই অসম্ভব। তবুও বাবা হাল ছাড়েননি; মানুষের কাছে হাত বাড়িয়েছেন মেয়ের জীবন বাঁচানোর আশায়।

আকরাম সরদার বলেন, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার মেয়ে আসমার গলায় ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা আমার পক্ষে কোনভাবেই সম্ভব নয়। তাই সমাজের সকল স্তরের দয়ালু মানুষ ও প্রতিষ্ঠানগুলোর কাছে আমি সাহায্যের আবেদন জানাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে সুস্থ হয়ে আবার পড়াশোনায় ফিরতে পারে।

মেধাবী ছাত্রী আসমার চিকিৎসায় সাহায্য করতে চাইলে সরাসরি তার বাড়িতে যোগাযোগ করতে পারেন বা আসমার পিতা আকরাম সরদার-এর বিকাশ- ০১৭৩৮-৩০০৪১৪ নাম্বারে সাহায্যের অর্থ পাঠাতে পারেন। একটি সাহায্যের হাত হয়তো ফিরিয়ে দিতে পারে এক তরুণীর হাসি, ফিরিয়ে দিতে পারে এক মেধাবী ছাত্রীর স্বপ্নময় জীবন।


Post a Comment

0Comments
Post a Comment (0)