কেশবপুরে “শেকড়ের সন্ধানে”র সাহিত্য সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে “শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে” আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 শনিবার (১১ অক্টোবর-২৫) বিকেলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের বৃহত্তর যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলা শহরের মাইকেল মোড় সংলগ্ন (পিটিএফ) মিলনায়তনে “শেকড়ের সন্ধানে”র নিজস্ব কার্যালয়ে ওই প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।

চিকিৎসক ও কবি জনাব আবুবকর সিদ্দিকী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবি হারুন-অর-রশিদ, প্রধান আলোচক ছিলেন জনাব মোঃ আবু রাসেল প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক “সাহিত্য সমাহার” চৌগাছা যশোর, বিশেষ অতিথি ছিলেন, জনাব নূরুল ইসলাম (রিপন), আহবায়ক এ বি পার্টি কেশবপুর উপজেলা, জনাব এস আর সাঈদ মিডিয়া উপদেষ্টা “শেকড়ের সন্ধানে” ও সভাপতি কেশবপুর উপজেলা প্রেসক্লাব ও স্বজন সদস্য সিনিয়র সাংবাদিক জনাব পরেশ চন্দ্র দেবনাথ প্রমূখ।

আলোচনা, মতবিনিময়, আবৃত্তি, সংগীত, গল্প উপস্থাপন করেন, কবি কামরুল ইসলাম (চৌগাছা) তুহিন হোসেন, সহ সভাপতি জনাব কবি মণিরুজ্জামান, সহ সম্পাদক কবি গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক জনাব কবি আব্দুল হাই হাদী, চিকিৎসা সম্পাদক জনাব কবি মোঃ জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি আব্দুস সালাম মুর্শিদী, সহ সভাপতি কবি আলী আহমেদ, স্বজন সদস্য কবি ও গায়ক জনাব নজর আলী সানা ও শিল্পী অরুপ ব্রহ্ম, কবি ও শিক্ষক উজ্জল কুমার ঘোষ, সদস্য শাহিদা খাতুন শিলু, রুবাইয়া খাতুন, আনিছুর রহমান ও রুহুল আমিনসহ আরো অনেকে।

প্রাণবন্ত অনুষ্ঠানে “পিটিএফ” এর প্রকল্প পরিচালক ও কেশবপুরের সার্বজনীন পরিচিত মুখ সদ্য প্রয়াত ডাঃ ছাত্তারুজ্জান এবং খ্যাতিমান আলোকচিত্রী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জান তাছু’র সহধর্মীনী সদ্য প্রয়াত জাহানারা জামান স্মরণ সভা ও দোয়া, শিক্ষার্থীদের মাঝে উপহার, পুরুস্কার, শিক্ষা উপকরণ বিতরণ, আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাহিত্য আসর, আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আবৃত্তি ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মোঃ আমানুল্লাহ, নাজির উদ্দীন, রাজিব হোসেন, তাবাচ্ছুম, মুস্তাক, পুষ্প,মজান্নাতুল মাওয়া, রুমানা পারভীন, লামিয়া খাতুন, রুবাইয়া আক্তার, সামিহা ফরহাদ, লামিশা তাজরী, তাহিয়া ফরহাদ, রাশিদুল ইসলামসহ ৩০ জনেরও বেশি প্রতিযোগি।

পরিশেষে বিভিন্ন কবি-লেখকদের প্রকাশনা বিনিময়, একে অপারের মাঝে মতবিনিময়, মিষ্টিমুখ ও আপ্যায়ণ এবং ফুলের শুভেচ্ছা ছিলো অন্যতম আকর্ষণ।


Post a Comment

0Comments
Post a Comment (0)