কেশবপুরে বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমানকে পিটিয়ে হত্যার অভিযোগ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসা একটি বিরল প্রজাতির কালোমুখো হনুমানক পিটিয়ে মারা হয়েছে। মানুষের হিংস্রতার শিকার ওই হনুমান টি, বন বিভাগের খাঁচায় আহত অবস্থায় প্রাণ হারিয়েছে। এব্যাপারে কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ গ্রেপ্তার করেনি হনুমান হত্যাকারী আসামিকে। ঘটনাটি ঘটেছে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড় পাথরা গ্রামে।

এলাকাবাসী, বন বিভাগ ও থানা সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সোমবার বিকেলে কেশবপুরের বড় পাথরা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় ক্ষুধার্ত অবস্থায় একটি বড় হনুমানকে স্থানীয় বাসিন্দারা দেখতে পান। কেউ কেউ হনুমানটিকে পাকা কলা খেতে দেন। এ সময় ওই গ্রামের সন্তোষ ভগবানি রড দিয়ে পিটিয়ে হনুমানটিকে গুরুতর আহত করে। খবর পেয়ে আহত হনুমানটিকে পরে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হনুমানটি মারা যায়।

 এলাকাবাসী জানিয়েছে, হনুমানটিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠা সন্তোষ ভগবানির বাড়ি বড় পাথরা গ্রামে। তার পিতার নাম কার্তিক ভগবানি।

 যশোর জেলা বন বিভাগের কর্মকর্তা এম এম মিজানুর রহমান জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে আহত হনুমানটি উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার চেষ্টা চালাই। কিন্তু দুর্ভাগ্যবশত হনুমানটি শেষ বেশ মারা গেছে। তিনি বলেন, মারা যাওয়ার পরপরই আমরা আসামীর নাম ঠিকানা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানাই এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করি।

কেশবপুর থানার অফিসার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জিডি গ্রহণ করে একজন পুলিশ অফিসার কে তদন্তের নির্দেশ দিয়েছি কিন্তু ওই অফিসার এখনো পর্যন্ত কোন রিপোর্ট দেয়নি। রিপোর্টের ভিত্তিতে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Post a Comment

0Comments
Post a Comment (0)