কেশবপুর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর শুভ উদ্বোধন।

স্টাফ রিপোর্টার
0

 


 পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


 কেশবপুর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। দেশে এই প্রথম বারের মতো বিনামূল্যে এই টিকা দেওয়া হয়। রোববার (১২ অক্টোবর-২৫) সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যে টাইফয়েড টিকা ক্যাম্পিং উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

টিকাদান ক্যাম্পেইন-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সমরেশ কুমার দত্ত, ফোকাল পারসন ডাঃ মোঃ তরিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, কেশবপুর থানা অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়।

 জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে—গ্রাম ও শহরাঞ্চলে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।আপনার শিশুকে টাইফয়েড টিকা দিন, সুস্থ রাখুন।


Post a Comment

0Comments
Post a Comment (0)