পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে মঙ্গলকোট বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দূর্ঘটনায় একজন অবঃ স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক জিতেন্দ্র নাথ সিংহ (৭৮) সোমবার (১৩ অক্টোবর২৫) আনুমানিক সাড়ে ১২ টায় মঙ্গলকোট বাসস্ট্যান্ড থেকে রাস্তা পার হতে যেয়ে ঢাকা থেকে সাতক্ষীরা গামী একটি পরিবহন ধাক্কা দিলে নিজস্ব মোটর সাইকেলসহ ছিটকে পড়ে যেয়ে বাম পা ভেঙ্গে যায়। দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। রাতেই পাঁচপোতা মহাশ্মশানে তাকে দাহ করা হয়। মৃত্যুকাল তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদসহ নেতৃবৃন্দরা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে গিয়েছিলেন। তাছাড়া স্থানীয় লোকজনসহ পরিচিত জনেরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন অব্যাহত রয়েছে। জীতেন্দ্র নাথ সিংহ ছিলেন, একজন বিশিষ্ট ভদ্রলোক এবং অবসর কালীন জীবনটা ধর্মীয় কাজে ব্যয় করতেন বলে এলাকাবাসী জানান।