কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর   , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের আয়োজনে শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে গত মঙ্গলবার (০৭ অক্টোবর-২৫) ছিল উদ্বোধনী অনুষ্ঠান।

বুধবার (১৫ অক্টোবর-২৫) "শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সভাপতিত্বে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি বক্তব্য এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, শিশু একাডেমির প্রশিক্ষক অলোক বসু বাপী, শংকর দাস, উদীচী, কেশবপুরের সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, প্রভাষক কাকলী দাস, মৌসুমী মজুমদার প্রমূখ।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুর এর প্রশিক্ষণ ক্লাসের শিক্ষার্থী, মধুসূদন সঙ্গীতালয়ের শিক্ষার্থীদের তবলা ও গানের যুগলবন্দী উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে। অনুষ্ঠানে শিশু শিল্পীরা, অভিভাবক ও সুধী জনেরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)