পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি, সার উৎপাদনের গ্যাসের মূল্য বৃদ্ধি, লাভজনক চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া, শিক্ষকদের উপর পুলিশ হামলার প্রতিবাদে, শিক্ষকদের দাবি মেনে নেওয়া এবং বারবার অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচারের দাবিতে ওই মানববন্ধন করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর-২৫) বিকেল ৫ টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির আয়োজনে দলীয় অফিস চত্বরে জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নাজিম উদ্দিন, জেলা ও কেন্দ্রীয় নেতা কমরেড সখিনা বেগম দিপ্তি, জেলা নেতা কমরেড পলাশ বিশ্বাস, পার্টির শহর কমিটির নেতা কমরেড দয়ানন্দ হালদার, কৃষক নেতা সাহবুদ্দিন বাটুল, যুব নেতা রায়হান বিশ্বাস প্রমুখ।