পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিডি খবর পত্রিকার প্রতিনিধি সুশান্ত কুমার মল্লিক পেশাগত দায়িত্ব পালন করে বাড়িতে যাবার পথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি হামলা চালিয়ে মারপিট করে আহত করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। দুই জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সুশান্ত মল্লিকের উপর বৃহস্পতিবার (১৬ অক্টোবর-২৫) দুপুরে হামলা চালিয়েছে উপজেলার সরাবপুর গ্রামের উত্তম মল্লিক ও প্রদিপ মল্লিকের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা। এসময় লোহার রড ও বাশের লাঠি দিয়ে সুশান্ত মল্লিককে পিটিয়ে জখম করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করেছে হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করা হয়েছে। যার নং ১২।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) খান শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় কেশবপুর প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকদের মধ্যে তিব্র ক্ষোভ বিরাজ করছে। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বৃহস্পতিবার রাতে আসামিদের গ্রেফতার করে ১৭ অক্টোবর শুক্রবার প্রদীপ মল্লিক ও তার স্ত্রী মাধুরি মল্লিককে যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হয়।