কেশবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কেশবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ই অক্টোবর-২৫) প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন এনজিও-এর প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ব পানি দিবসে সুইডেনের স্টোকহোমে ২০০৮ সালের ১৫ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া অংশীদার (GHP) বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এই দিবসটি উদ্‌যাপন করে। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালে দিবসটি পালনের প্রতিষ্ঠাতা সংস্থাগুলির মধ্যে ছিল FHI360 (আমেরিকা ভিত্তিক একটি অলাভজনক মানব উন্নয়ন সংস্থা), রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, প্র্যাক্টার অ্যান্ড গ্যাম্বল, ইউনিসেফ, ইউনিলিভার, বিশ্বব্যাংকের পানি ও স্বাস্থ্য ব্যবস্থা প্রোগ্রাম এবং আন্তর্জাতিক উন্নয়ন জন্যের মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা। সেই থেকে সারা বিশ্বে জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধ করণে প্রচারণামূলক এবং জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রতি বছর ১৫ই অক্টোবর বিশ্বব্যাপী হাত ধোয়া দিবস পালিত হয়ে আসছে।


Post a Comment

0Comments
Post a Comment (0)