মাগুরা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, জেলা প্রতিনিধি , যশোর, দৈনিক সারা দুনিয়া।


মাগুরা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আতর আলী গণ গ্রন্থাগারে ওই সভা অনুষ্ঠিত হয়।

শণিবার (২৩ আগস্ট-২৫) বিকাল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্য রত্ন পরেশ কান্তি সাহা-এর সভাপতিত্বে এবং কবি রমেশ চন্দ্র বিশ্বাস-এর উপস্থাপনায় কবিতা পাঠ করেন, বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন, নওয়াব আলী, মোহাম্মদ আলী মুর্তজা, দেওয়ান জমির উদ্দিন, অনিল দে মনি, মোহাম্মদ রওশন আলী শিকদার, তপন কুমার তপু প্রমূখ।

স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক এমএ হাকিম ,দেওয়ান জমির উদ্দিন, অ্যাডভোকেট রেজাউল করিম , তখন কুমার তপু প্রমূখ।

অনুষ্ঠান শেষে কবি তপন কুমার তপু তার কাব্যগ্রন্থ “বিন্দু থেকে সিন্ধু” সকলকে উপহার দেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)