সাটুরিয়ায় কোরবানি পশুর হাট রাস্তায়, জন দূর্ভোগ চরমে, দ্রুত হাট স্হানান্তরের দাবি।

স্টাফ রিপোর্টার
0

 


মো: আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শত বছরের পুরোনো সাটুরিয়া হাটে এসে জনসাধারণের দূর্ভোগের শেষ নেই।

সরজমিনে জানা যায় বৃহস্পতিবার ঈদ উপলক্ষে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ছাগলের হাট বসায় ছাগলের হাটের ইজারাদার কর্তৃপক্ষ। ঈদের আগে বিভিন্ন উপজেলা থেকে আগত কোরবানি হাট ছাগল ক্রেতা বিক্রেতারা প্রয়োজনীয় জায়গা না পাওয়ায় জনসাধারণের চলাচলের রাস্তায় ছাগল বিক্রির উদ্দেশ্যে বসে যায়।

যার ফলে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত যানজটের সৃষ্টির কারনে হাটে আসা সাধারণ জনগণের পোহাতে হয় নানান দূর্ভোগ। একাধিক ভুক্তভোগী জানায় ঈদের আগে সাটুরিয়া হাটের এমন পরিস্থিতিতে পরতে হবে এমন আশা করিনি অতি দ্রুত ছাগল হাট অন্য জায়গায় স্হানান্তরের দাবি জানান।

হাটের ইজারাদার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ঈদ উপলক্ষে হাটে বেচাকেনা একটু বেশি তাই জায়গা না থাকার কারনে কিছু মানুষ রাস্তায় ছাগল নিয়ে বসে যায়। ছাগল ক্রেতাদের নিকট সরকারি নিয়ম মেনে টাকা তুলা হচ্ছে।

হাট বিষয়ে সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিনের সহিত মোটো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মো: আবুল বাশার সরকার জানান, ঈদের আগে ছাগল হাট বাসস্ট্যান্ড এলাকায় ও রাস্তার উপর বসার কারনে সাধারণ জনগণের বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে।

দ্রুত ছাগল হাট নিদিষ্ট জায়গায় স্থানান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, সাটুরিয়া বাজারের ছাগলের হাটের জন্য প্রয়োজনীয় জায়গা না থাকার কারনে ইজারাদার কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে সাময়িকভাবে সাটুরিয়া ছাগল হাট বাসস্ট্যান্ড এলাকায় বসানোর দাবি জানান। 

যদি ছাগল হাটের কারনে জনসাধারণের দূর্ভোগ সৃষ্টি হয়। তাহলে দ্রুত ছাগল হাট অন্য জায়গায় স্থানান্তর করা হবে। সাধারণ জনগণের দূর্ভোগ সৃষ্টি যেন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)