মানিকগঞ্জ সাটুরিয়ায় জমি দখলের অভিযোগ: স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি”

স্টাফ রিপোর্টার
0

 


মোঃ আবুবকর সিদ্দিক , স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দিঘলিয়া ইউনিয়নে

জোর করে জমির জায়গা দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বেংরোয়া এলাকায় ৩৮ শতাং ভূমি জায়গায় নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মাঝে বিরোধ চলছে।

তার ধারাবাহিকতায় শনিবার সকালে বেংরোয়া এলাকার ইদ্রিস আলী রহমান তার দলবল নিয়ে একই এলাকার ভুক্তভোগী মো: গোলাম মোস্তাফার বসত বাড়িতে হামলা চালায়। তাদের ভয় ভীতি দেখিয়ে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখে ভুক্তভোগী মোস্তফা প্রশাসনের সাহায্যের জন্য ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে সাটুরিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জে সি,আর,মামলা যাহা নং ২৭৪ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দুটি মামলা নং ৩৪৬ দায়ের করে।

 এ বিষয়ে ইদ্রিস আলী রহমান সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

জোর করে জমি জায়গায় দখল ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহিনুল ইসলাম জানান ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)