মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় সংসদীয় আসন (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) তৃনমূল দায়িত্বশীলদের মতামত গ্রহন অনুষ্ঠানে আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে চরসাটুরিয়া এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাটুরিয়া শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।
দেশে শান্তি শৃঙ্খলা ফিড়িয়ে আনতে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষে, সকলকে একযুগে কাজ করার আহ্বান জানান। এবং আসন্ন সংসদীয় নির্বাচনে মানিকগঞ্জ সহ সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ নিজাম উদ্দিন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ ও সাটুরিয়া উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্হানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।