পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া ।
যশোরের কেশবপুরে সাংবাদিক ও যুবদল কর্মীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাি-২৫) বিকালে এলাকাবাসী আয়োজনে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সানা, সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু, নিহত মনিরুজ্জামানের ভাই ডাক্তার আসাদুজ্জামান, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান প্রমুখ।
এ সময় নিহত মনিরুজ্জামানের পিতা আলী বক্স ও মা শহরবানুসহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।