কেশবপুর মাছ বাজারে আগুনঃ শিশুসহ আহত-৭

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর পৌর শহরের মাছ বাজার সংলগ্ন মাছ ব্যবসায়ী মাহাবুর রহমানের বাড়ির নিচ তলার ইউনিটে ককশিট ও প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে আগুন লেগে শিশুসহ সাত জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্রাট-২৫) রাতে মাছ শ্রমিকরা কাজ করাকালিন সময়ে ওই ঘটনা ঘটে। আগুন দেখে শ্রমিক ও স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আগুনের লেলিহান শিখার তাপে ও ধোঁয়ায় বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ভাড়াটিয়া অবস্থান করা সবুজ শেখ (৪২), ঝুমুর বেগম (৩৮), তাসনিয়া (০৯), তাসফিয়া (২), রবিউল শেখ (২০), রমজান শেখ (১৩) অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। এছাড়াও আহত আব্বাস উদ্দিন (৩৯) আহত হয়েছে।

আহতদের হাত, মুখসহ বিভিন্ন স্থানে পুড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার পূর্বক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়া হয়েছে।

প্রাথমিক ধারণা করা যাচ্ছে ওই বাড়ির নিচতলার গোডাউনে মৎস্য শ্রমিকরা কাজ করা অবস্থায় সিগারেটের ফেলে দেওয়া আগুন হতে আগুন লাগার সূত্রপাত ঘটেছে। আগুন লেগে গোডাউনে থাকা ককসেট ও প্লাস্টিকের ক্যারেট পুড়ে অনুমান ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)