এশিয়ান টিভির সাংবাদিক আবুবকর সিদ্দিকের সম্মান ক্ষুণ্নের চেষ্টা,সাটুরিয়ায় হামলার ঘটনায় মামলা দায়ের!

স্টাফ রিপোর্টার
0

 


স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়ায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আবুবকর সিদ্দিকের উপর নেক্কারজনক হামলার ঘটনায় কথিত পল্লী চিকিৎসক কাশেমকে আটক করেছে পুলিশ।

 ভুক্তভোগী সাংবাদিক আবুবকর সিদ্দিক বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করলে, বিজ্ঞ আদালত কাশেমকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

 এদিকে আসামীদের নির্দোষ প্রমাণিত করার চেষ্টা চালাচ্ছে কাশেমের পরিবার ও স্থানীয় কুচক্রী মহল। তারা সাংবাদিক আবুবকর সিদ্দিকের সম্মান ক্ষুণ্ন করতে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দায়ের করছে বলে জানা যাচ্ছে। এজন্য ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

আহত সাংবাদিক আবুবকর সিদ্দিক এর উপর হামলাকারী বাকি আসামীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।এছাড়া এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করছেন স্থানীয় মানুষ।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা চেয়েছেন  সাংবাদিক আবুবকর সিদ্দিক ও তার পরিবার এবং আসামিদের দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন ।

Post a Comment

0Comments
Post a Comment (0)