পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোর-কেশবপুর সড়কের পাশে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কেশবপুরে জলাবদ্ধতার ক্ষতিগ্রস্ত সড়কের পাশে টংঘর বানিয়ে আশ্রয় নেওয়া ৭০ টি পরিবারের মাঝে রাতের বেলায় ভোজ্য পণ্য বিতরণ করলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।
বৃহস্পতিবার (৭ আগস্ট২৫) প্রায় আটটায় যশোর-চুকনগর সড়কে কেশবপুরের মধ্যকুল এলাকায় টংঘর বানিয়ে আশ্রয় নেওয়া ৭০টি অসহায় পরিবারের মাঝে তিনি ওই ভোজ্য পণ্য বিতরণ করেন। ভোজ্য পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া।
জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে কেশবপুর পৌরসভার সাত হাজার পরিবারের ভেতর প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জলাবদ্ধতার পানি বাড়িঘরে ঢুকে পড়ায় বাধ্য হয়ে সড়কের পাশে টংঘর বানিয়ে আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। বিপাকে পড়েছে হাজারো মানুষ। জলাবদ্ধতার পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকায় আরও পরিবার পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। রাতের বেলায় ভোজ্য পণ্য পেয়ে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলো স্বস্তির নিশ্বাস ফেলেন এবং উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ-এর প্রতি অত্যান্ত খুশি হন।