মানিকগঞ্জের সাটুরিয়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
0

মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ,দৈনিক সারা দুনিয়া।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সাটুরিয়া উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।


সাটুরিয়া মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাসউদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা ও জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের পরে শিশুদের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন নিয়ে লেখা বই বিতরণ করা হয়।


এ সময় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি এবং ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল এক অত্যন্ত হৃদয়গ্রাহী মুহুর্ত। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন উপজেলা বাসী।

Post a Comment

0Comments
Post a Comment (0)