মো: আবুবকর সিদ্দিক, সাটুরিয়া (মানিকগঞ্জ), দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে
খাশের চর গ্রামের সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬) হরগজ বাজার হতে হারিয়ে যায়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় সাটুরিয়া ডাক বাংলোতে সংবাদ সম্মেলন করে মেয়েকে খুজে পাওয়ার আকুতি জানিয়েছেন মেয়ের বা মা।
গত ১৪ (আগষ্ট) একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হরগজ বাজারে আসেন। তারপর থেকে বাড়ী ফিরে যায় নি।
এ বিষয়ে সুমাইয়ার বাবা সিরাজুল ইসলাম সাটুরিয়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম ও সুমাইয়া আক্তারের মা নিলুফা ইয়াসমিন জানান, দেড় মাসেও আমার মেয়ের সন্ধান এনে দিতে পারে নি কেহ । আমার মেয়ের সন্ধান এনে দিন, সে জীবিত না মৃত আছে আমাকে একটু জানান। ৪৫ দিন যাবত আমার মেয়ে নিখোজ আমি আমার মেয়ের সন্ধান চাই,আমার মেয়েকে ফিরে পাওয়ার ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সাটুরিয়া থানার উপ পরিদর্শক রায়হান জানান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্ত কাজ চলমান আছে বলে জানান।
এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে উপ পরিদর্শক রায়হান কে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কাজ অব্যাহত আছে।