নিজস্ব প্রতিবেদক, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ট্র্যাজেডি। একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে মা ও দুই সন্তানের নিথর দেহ। নিহতরা হলেন—শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শিখা প্রথমে সন্তানদের বিষপান করান এবং পরে নিজেও বিষপান করে আত্মহত্যা করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট ট্যাবলেটের খালি কৌটা পাওয়া গেছে। প্রতিবেশীরা জানান, সোমবার রাত থেকেই শিখার বাসার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরদিন সকালে আবারো কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ উদ্ধার করে।
নিহত শিখা আক্তার মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী। ছেলে আরাফাত শিখার প্রথম স্বামীর সন্তান এবং মেয়ে সাইফা শাহীনের ঔরষজাত সন্তান। প্রায় দুই সপ্তাহ আগে তিনি সন্তানদের নিয়ে ওই বাসায় ওঠেন।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “সবকিছু দেখে মনে হচ্ছে পারিবারিক অশান্তির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।” মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।