হরিরামপুরে কীটনাশক দোকানে খাদ্য বান্ধবের চাউল বিক্রি, জীবনের ঝুঁকি নিয়ে চাল কিনছেন ভুক্তভোগীরা!

স্টাফ রিপোর্টার
0

 


ষ্টাপ রিপোর্টার , দৈনিক সারা দুনিয়া।

সরকার কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি বাজারের ডিলার মোঃ কামরুল ইসলামের কাছ থেকে ভোক্তারা চাল কিনছেন জীবনের ঝুঁকি নিয়ে। ডিলার কামরুল ইসলাম জীবনের জন্য ক্ষতিকারক বিষ ও চাউল একই গোডাউনে রেখে বিক্রি করছেন। এতে এই কীটনাশক থেকে চাউলের মধ্যে যেকোনো সময় বিষক্রিয়া ঘটতে পারে। এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আবার চাউল বিতরণের সময় একজন তদারককারী কর্মকর্তা উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত নেই। এ ব্যাপারে মোঃ কামরুল ইসলাম জানান, ট্যাগ অফিসার সকালে এসেছিলো এরপর চলে গেছে।

দায়িত্বরত তদারককারী কর্মকর্তা জনাব, রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আজকে যে ওখানে চাউল দেবে এ বিষয়ে আমি কোন কিছু জানি না। ওখানকার ডিলার মোঃ কামরুল ইসলাম আমাকে জানিয়েছেন আরো দুইদিন পরে চাউল বিতরণ করবেন।

এবিষয়ে চালা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল গফ্ফার জানান, ট্যাগ অফিসার কে ছাড়া চাল বিতরণের কোন নিয়ম নেই, এটা অন্যায়। আর চাউল ও কীটনাশক একই গোডাউনে রাখলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি দ্রুত এই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া সুলতানা জানান, আমি বিষয়টি সম্পর্কে জানতাম না।আমি দ্রুত ওই ডিলারকে ফোন দিয়ে চাউলের গোডাউন থেকে কিটনাশক সরিয়ে নিতে বলতেছি। আর তদারককারী কর্মকর্তা ছাড়া চাল বিতরণের ও কোন সুযোগ নেই। আমি দ্রুত এই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।


Post a Comment

0Comments
Post a Comment (0)