পরেশ দেবনাথ, ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র থেকে, দৈনিক সারা দুনিয়া।
বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ-এখানকার অর্থনীতি, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য, পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে নদীর অস্তিত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। নদী কেবল পানি প্রবাহের মাধ্যম নয়, বরং লাখো মানুষের জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক ঐতিহ্যের প্রধান উৎস। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে দেশের নদীগুলো ক্রমাগত সংকটাপন্ন হয়ে পড়ছে।
নদী সংরক্ষণ ও নদীভিত্তিক সমস্যার ওপর সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অঞ্চলের নদী সম্পর্কিত প্রতিবেদন জন্য এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট সোসাইটিজ (ALRD) একটি সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা আয়োজন করেছে।ঁ
শণিবার (১৮ অক্টোবর-২৫) ঢাকা লালমাটিয়ায় এডিএসসি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের নদী ও পরিবেশ সংরক্ষণে সাংবাদিকতার ভূমিকা ও করণীয় বিষয়ে দিনব্যাপী এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি)-এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, এএলআরডি-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা।
আরও আলোচনা করেন, প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক এবং লেখক কবি সোহরাব হাসান, রিভারাইন পিপল-এর মহাসচিব এবং নদী গবেষক শেখ রোকন, এএলআরডি-এর প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা, এএলআরডি-এর প্রোগ্রাম অফিসার মির্জা মোঃ আজিম হায়দার ও শঙ্কর বড়ুয়া, এবং বিভিন্ন এলাকার সাংবাদিকবৃন্দ। সমাপনী বক্তব্য রাখেন, এএলআরডি-এর উপ-পরিচালক রওশন জাহান মনি। বিভিন্ন জেলা থেকে ২৫ জন সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিলো, অংশগ্রহণকারীদের পরিচিত ও কর্মশালার উদ্দেশ্য, উদ্বোধনী বক্তব্য এবং এএলআরডি'র কার্যক্রম, নদী, খাল ও জলাশয়ের সংকট, দূষণ, দখল, বালু উত্তোলন এবং সরকারি পদক্ষেপ বিষয়ক আলোচনা, পানি সম্পদ সংরক্ষণে আইন ও নীতি বিষয়ক আলোচনা, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং অবশেষে ছিলো সমাপনী বক্তব্য।