পরেশ দেবনাথ, কেশবপুর ,যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে ভেজাল সার বিক্রি করার অপরাধে অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর-২৫) কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ নেওয়াজ এর নেতৃত্বে ও উপজেলা কৃষি অফিসার এর প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ভেজাল সার বিক্রি করার অপরাধে সুশান্ত বৈরাগী (৫৪) নামে এক সার ব্যবসায়ীকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। ভেজাল সার জব্দ করে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
