পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর-২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ভয়ভীতি ও হামলার মাধ্যমে কণ্ঠরোধ কখনোই জনগণের রায়কে থামাতে পারে না। এই বর্বর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর নয়, এটি স্বাধীন মতপ্রকাশ ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
