কেশবপুর "শেকড়ের সন্ধানে"প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


ইতিহাস নন্দিত যশোর জেলার ঐতিহ্যবাহী উন্নয়নশীল কেশবপুর উপজেলার আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা "শেকড়ের সন্ধানে প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর-২৫) সাংগঠনিক ও সাহিত্যসভা এবং মহান বিজয় মাস স্মরণানুষ্ঠানে সংস্থার সভাপতি কবি ও শিক্ষক মোঃ আব্দুল কাদের-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য ও কার্যকরী প্রবন্ধ উপস্থাপন করেন "শেকড়ের সন্ধানে"র প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়া। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, "শেকড়ের সন্ধানে" র মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক ও সমাজসেবক জনাব এস আর সাঈদ।

বিশেষ অতিথির আলোচনা ও মনোমুগ্ধকর আবৃত্তি করেন "শেকড়ের সন্ধানে"র সাহিত্য উপদেষ্টা কবি ও চিকিৎসক জনাব আবুবকর সিদ্দীক, বিশেষ অতিথি হিসাবে আলোচনা, আবৃত্তি, সংগীত, গল্প ও মতবিনিময় করেন, সিনিয়র সাংবাদিক জনাব পরেশ চন্দ্র দেবনাথ, কলেজ শিক্ষার্থী তায়্যিবা মিম, "শেকড়ের সন্ধানে" র সিনিয়র সদস্য কবি ও কন্ঠশিল্পী নজর উদ্দীন সানা, সহঃসভাপতি শিক্ষক ও কবি মোঃ মণিরুজ্জামান মনি, সহঃ সাঃ সম্পাদক শিক্ষক ও কবি মোঃ গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক চিকিৎসক ও কবি আঃ হাই আল হাদী, চিকিৎসা বিষয়ক সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক চিকিৎসক ও কবি মোঃ আব্দুস সালাম মুর্শিদী, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক নূর হোসেন বাঁধন, কবি হুমায়ুন কবির, মোঃ গাজী রাসেল, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আবৃত্তি বিজয়ী শিক্ষার্থী আল মুনইম সাফায়েত, সামিয়া, লামিশা, তাহিয়া, মুনিয়া প্রমূখ।

সভাপতি অনুষ্ঠান শুরুতে "কেশবপুর থানা" গেটের সামনে অবস্থিত "শেকড়ের সন্ধানে"র প্রধান কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি দোয়া, আপ্যায়ণ ও প্রকাশনা বিনিময়ের মাধ্যমে সমাপ্ত হয়।


Post a Comment

0Comments
Post a Comment (0)