মো: আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদের মাসিক আইন – আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে সে বিষয়ে সকলকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বি,এন,পির,সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি,স্হানীয় জনপ্রতিনিধি ও উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দসহ অনেকে।
