যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন পুনর্গঠনের আবেদন খারিজ করেছেন কমিশন।

স্টাফ রিপোর্টার
0


 পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনকে মনিরামপুর ও অভয়নগরের সঙ্গে পুনর্গঠনের আবেদন সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশন খারিজ করেছেন।

 কেশবপুরের ভৌগোলিক অবস্থান এবং বাদি সুকৃতি মন্ডল হাজির না হওয়ায় বিচারক কেশবপুরের পূর্বের আসনই বহাল থাকবে মর্মে রায় দিয়েছেন।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন মিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আজ ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন। আসন পুনর্গঠনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে যশোর-৬ কেশবপুর আসনের সাধারণ ভোটাররা।

 গত কয়েকদিন কেশবপুরের সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন করে আসছেন। ভোটারদের সাথে নিয়ে রাজনৈতিক দলগুলো মানববন্ধন, আলোচনা সভা, বিক্ষোভ মিছিল, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পাশাপাশি মামলা লড়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে রোববার সকাল ১১টায় ভোটাররা বিক্ষোভ মিছিল নিয়ে যশোর জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছেন যশোর-৬ আসনের। একই দিন দুপুরে কেশবপুর শহরে মানববন্ধন বিকালে প্রেসক্লের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ও কেশবপুরের বণিক সোসাইটির পক্ষ থেকে কেশবপুরে আসনের অখণ্ডতা বজায় রেখে ভোট অনুষ্ঠানের দাবিতে প্রধান নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয় যশোর জেলা নির্বাচন কর্মকর্তার নিকট।

সোমবার (২৫ আগস্ট) সকালে কেশবপুরের জনগণ ঢাকায় প্রধান নির্বাচন অফিসের সামনেও মানববন্ধন করেন এবং সুকৃতি কুমার মণ্ডলের দায়ের করা আবেদনের মামলার শুনানিতে ব্যারিস্টার জাকির হোসেন মোকাবেলা করেন।

 এরপর ব্যারিস্টার জাকির হোসেনের ব্যাখ্যায় কেশবপুরের ভৌগোলিক অবস্থানসহ নানা দিক দিয়ে তুলে ধরা হয় বলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ নিশ্চিত করে জানান, বিচারক আমাদের ব্যাখ্যায় এবং আবেদনের বাদী সুকৃতি কুমার মন্ডল হাজির না হওয়ায় বিচারক তার আবেদনটি খারিজ করে দেন এবং কেশবপুর আগের অবস্থানেই থাকবে বলে রায় দেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)