পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “দারিদ্র বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন” প্রকল্প ২০২৪-২০২৫ থেকে ১৭ জনের মধ্যে প্রথম কিস্তিতে ১০ জন উপকারভোগীদের মাঝে সেমি-পাকা টয়লেট স্থাপন সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।
সোমবার (২৫ আগস্ট-২৫) দুপুরে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উপকরণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ওই সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার।
পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থা সভাপতি ও পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) অনুকুল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে এবং পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রাণী, জনস্বাস্থ্য অধিদপ্তর কেশবপুরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহম্মেদ, পাঁজিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, ইউপি সদস্য রেজাউল করিম, সাংস্কৃতিক কর্মী সমীর দাস, শিক্ষক আফজাল হোসেন, সাহিত্যক মনোজ বসু ফাউন্ডেশনের সদস্য রবিউল ইসলাম বাবু।
পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার জানান, এই সংস্থা থেকে ইতিপূর্বে ৬২ টি সেমি-পাকা টয়লেট, ৪২ টি ভ্যান গাড়ী এবং আজ প্রথম কিস্তিতে ১৭ জনের মধ্যে ১০ জন উপকারভোগীদের মাঝে সেমি-পাকা টয়লেট স্থাপন সামগ্রী বিতরণের করা হলো। এই জলাবদ্ধতার সময় বিনামূল্যে সেমি-পাকা টয়লেট পেয়ে উপকারভোগীরা অত্যান্ত খুশি হন।