সাগরদাঁড়ী পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এঁর জন্মস্থান সাগরদাঁড়ী পরিদর্শন করেছেন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

শুক্রবার (৮ আগস্ট২৫) দুপুরে তিনি মধুসূদন দত্ত-এঁর স্মৃতি বিজড়িত যাদুঘর, কবির জন্মভিটা ঘুরে দেখেন এবং এর উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।

 এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, মধু পল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ।

মধুপল্লীতে আগমনের সাথে সাথেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি যাদুঘরের সার্বিক অবস্থা ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সিনিয়র সচিবকে অবহিত করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)