পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট-২৫) বিকেলে প্রেসক্লাবের হল রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খাান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ-এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, মেহেদী হাসান জাহিদ, সাধারণ সদস্য আব্দুল মোমিন, বিল্লাল হোসেন, জাকির হোসেন প্রমুখ।
প্রতিবাদসভায় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।