কেশবপুর (যশোর) প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক উপজেলার ভালুকঘর গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে যশোর আদালতে মামলা করেছেন। যার নং দেঃ ১৩১/২৫। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি।
জানা গেছে, উপজেলার ভালুকঘর গ্রামের মৃত জাহাবক্সের ছেলে আলমগীর হোসেন, আব্দুল আজিজ গাজী, জাহাঙ্গীর হোসেন গাজী ও আল-আমিন গাজী পৈতৃক সূত্রে ওই মৌজার আরএস ১৬২ খতিয়ানের আরএস ২০৭০ দাগের ৪৭ শতক জমি ভোগ দখল করে আসছেন। এর মধ্যে ৫ শতক জমি একই এলাকার আব্দুল গনি গাজীর ছেলে ইকবাল হোসেন, জিল্লুর রহমান, মৃত রহমতুল্য গাজী ছেলে আব্দুল গনি গাজী, লুৎফার রহমান গাজী ও মৃত রহমত আলী গাজী স্ত্রী আলেয়া খাতুন দীর্ঘদিন দরে তাদের দাবি করে আসছেন। এরই জের আলমগীর হোসেন বাদী হয়ে যশোর দেওয়ানি আদালতে মামলা করেন। গত ২০ আগস্ট ওই মামলার বাদী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে গত ২১ আগস্ট যশোর দেওয়ানী আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা ও শোকজের নোটিশ জারি করেন। বিবাদীগনকে নোটিশ প্রাপ্তির ২০ কার্য দিবসের মধ্যে জমির যাবতীয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ করে আদালত। এ আদেশ অমান্য করে গত ৫ সেপ্টেম্বর সকালে বিবাদীগন ওই দাগের ৫ শতক জমি দখল করে নেয়।
বাদী আলমগীর হোসেন বলেন, ১৯৫৮ সালের ৮ নভেম্বর একই গ্রামের মৃত কফিল উদ্দীনের ওয়ারেশ আসাদ উদ্দীনের কাছ থেকে ৪৭ শতক জমি ক্রয় করেন তার পিতা জাহাবক্স গাজী। সেই থেকে তারা এ জমি ভোগ দখল করে আসছেন। গত ৫ সেপ্টেম্বর সকালে বিবাদীগন ওই দাগের ৫ শতক জমি দখল করে নেয়।
বিবাদী ইকবাল হোসেন জমি জবরদখলের অভিযোগ অস্বীকার করে বলেন একই এলাকার মৃত রহমত গাজীর স্ত্রী আলেয়া খাতুনের কাছ থেকে ওই দাগের ৫শতক জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত আমরা ভোগ দখল করে আসছি। হাল রিকর্ড আমাদের নামে হয়েছে। এ রেকর্ড সংশোধনের জন্য আলমগীর হোসেন বাদী হয়ে যশোর দেওয়ানি আদালতে মামলা করেছে।
বাদী পক্ষের আইনজীবি অ্যাডঃ শেখ হোসেন আলী বলেন, আলমগীর হোসেন গংরা দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। বাদী ওই মামলায় নিষেধাজ্ঞা প্রার্থনা করায় বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন এবং নোটিশ প্রদান করেন।