যশোরে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


নদী বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে যশোরে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির পক্ষ থেকে যশোর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভৈরব নদ সহ সকল নদীর অবৈধ দখলদার ও নদীর সীমানার ভিতর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, হাসপাতাল ক্লিনিকের বর্জ্য সহ বাজার বাড়ির বর্জ্য নদী গর্ভে ফেলা বন্ধ করা, বাড়ি প্রতিষ্ঠানের পয়ঃপ্রনালীর সংযোগ নদী সাথে থাকা বন্ধ করা, বাজার বিভিন্ন প্রতিষ্ঠানের আবর্জনা ময়লা নদীর সীমানায় ফেলা বন্ধ করতে আইনি ব্যবস্থা গ্রহন করা, নদীর উপরের সংকীর্ণ সেতু অপসরণ করে বিআইডব্লিউটিএর অনুমোদিত ও নৌ চলাচলের উপযোগী সেতু করা, এলজিইডি কর্তৃক পুনঃনির্মাণাধীন সেতু সমুহের কাজ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত শেষ করা ও অস্থায়ী সেতুর মেরামতের কাজ করে মানুষ চলাচলের উপযোগী করে দেওয়া, নোয়াপাড়া নদী বন্দর-কে সচল রাখতে উজানে দ্রুত নদী সংযোগ দেওয়া এবং কচুয়া ইউনিয়ন ভৈরবের ১১ কিলোমিটার নদী অবৈধ দখলদার মুক্ত করে উক্ত অংশকে ইকোপার্ক ঘোষণা করার দাবিতে ভৈরব নদ সংস্কার আন্দোলন এক সংবাদ সম্মেলন করে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর-২৫) দুপুর ১২ টায় যশোর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা তসলিম উর রহমান, নাজিম উদ্দিন, হাচিনুর রহমান, শওকত আলী খান, সংগঠনের অন্যতম নেতা প্রকৌশলী আবু হাসান, শাহজাহান আলী, প্রিন্সিপাল ইসরারুল হক, মিজানুর রহমান, পলাশ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, সুখদেব বিশ্বাস প্রমুখ।

উপরোক্ত দাবিতে আগামী ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ২৪ সেপ্টেম্বর এলজিইডি দফতরে স্মারকলিপি প্রদান ও অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর ঢাকা মহা সড়কে অবস্থান পালন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)