মো: আবুবকর সিদ্দিক : মানিকগঞ্জ সাটুরিয়া , দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে উপজেলা
প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সাটুরিয়া উপজেলা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মামুনুর রশীদ, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্হানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।