পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে কারাদন্ড ও অর্থদন্ড আরোপ করা হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর-২৫) কেশবপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শরীফ নেওয়াজ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে গাজা ও ইয়াবা সেবন করে জনশান্তি বিনষ্ট করায় ২ ব্যক্তির প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড এবং অপর এক ব্যক্তিকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড আরোপ করা হয়েছে। জব্দকৃত মাদক জনসম্মুখে বিনষ্ট করা হয়।
উপস্থিত এলাকাবাসীকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।